প্রধানমন্ত্রীর পিএস-১ মনিরা বেগম, পিএস-২ আল মামুন মুর্শেদ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত সচিব (পিএস)-১ পদে নিয়োগ পেয়েছেন যুগ্মসচিব মনিরা বেগম।

বিসিএস প্রশাসন ক্যাডার ২০ ব্যাচের কর্মকর্তা মনিরা বেগম প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২ পদে দায়িত্ব পালন করে আসছিলেন।

অন্যদিকে প্রধানমন্ত্রী কার্যালয়ের মহাপরিচালক (যুগ্মসচিব) আল মামুন মুর্শেদকে প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২ পদে নিয়োগ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) রাতে তাদের দুজনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রধানমন্ত্রী যতদিন প্রধানমন্ত্রীর পদ অলংকৃত করবেন বা প্রধানমন্ত্রী এই দুই কর্মকর্তাকে তার একান্ত সচিব পদে বহাল রাখার অভিপ্রায় পোষণ করবেন ততদিন এ নিয়োগ আদেশ কার্যকর থাকবে বললেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

এর আগে গত বুধবার (৭ ডিসেম্বর) প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়াকে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ দেওয়া হয়। আর প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ সালাহ উদ্দিনকে পদোন্নতি দিয়ে প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিব করে সরকার।

Print Friendly, PDF & Email

এই ক্যাটাগরীর আরো খবর