মেট্রোরেল যানজট ও বায়ুদূষণ হ্রাস করবে, আশা জাপানের

মেট্রোরেল (এমআরটি) নেটওয়ার্ক দীর্ঘস্থায়ী শহুরে যানজট দূর করবে এবং বায়ু দূষণ এবং অন্যান্য পরিবেশগত প্রভাবগুলো হ্রাস করবে বলে আশা করছে জাপান।

বুধবার (২৮ ডিসেম্বর) জাপান দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এমআরটি জাপানি ঋণে নির্মিত হয়েছে এবং এবার উত্তরা নর্থ স্টেশন থেকে আগারগাঁও স্টেশন পর্যন্ত ৬ নম্বর লাইনে ৯টি স্টেশন উদ্বোধন করা হয়েছে। দেশের প্রথম বৈদ্যুতিক রেলপথ বিভিন্ন জাপানি অত্যাধুনিক প্রযুক্তির সঙ্গে ঢাকায় নিরাপদ, দ্রুত, আরামদায়ক এবং সময়নিষ্ঠ গণপরিবহন পরিষেবা প্রদান করবে।

ভবিষ্যতে, এমআরটি লাইন ৬ লাইন ১ এবং ৫ এর সঙ্গে নেটওয়ার্ক করা হবে, যেগুলো ২০২৯ সালে সম্পন্ন হওয়ার জন্য নির্ধারিত রয়েছে।

এমআরটি নেটওয়ার্ক দীর্ঘস্থায়ী শহুরে যানজট দূর করবে এবং বায়ু দূষণ এবং অন্যান্য পরিবেশগত প্রভাবগুলো হ্রাস করবে বলে আশা করা হচ্ছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ বছর জাপান ও বাংলাদেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫০তম বার্ষিকী পালন করছে। জাপান এটিকে ঐতিহাসিক মূহূর্ত হিসেবে চিহ্নিত করছে।

Print Friendly, PDF & Email

এই ক্যাটাগরীর আরো খবর