১০ কেজির বোয়াল ১৯ হাজারে বিক্রি

রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীতে জেলের জালে বিশাল আকৃতির একটি বোয়াল মাছ ধরা পড়েছে। মাছটি ওজন দিয়ে দেখা গেছে ১০ কেজি ১০০ গ্রাম।

আজ বৃহস্পতিবার সকালে পদ্মা নদীর অন্তার মোড় এলাকায় জেলে রাধা হলদারের জালে মাছটি ধরা পড়ে। পরে দৌলতদিয়া ফেরি ঘাটের মাছের আড়তে নিয়ে আসলে মাছটিকে দেখতে ভীড় করে উৎসুক জনতা।

জানা গেছে, মাছটি বিক্রির জন্য জেলে মাধব হালদার দৌলতদিয়া ৫ নম্বর ফেরি ঘাটের স্থানীয় মাছ ব্যবসায়ী শাকিল সোহান মৎস্য আড়তের মালিক মো. শাহজাহান শেখ কাছে নিয়ে আছেন। এ সময় তিনি প্রতি কেজি ১৮০০ টাকা কেজি দরে মোট ১৮ হাজার টাকায় কিনে নেন। পরে তিনি ঢাকার এক ব্যবসায়ীর সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করে তার কাছে প্রতি কেজি ১৯০০ টাকা দরে মোট ১৯ হাজার টাকায় বোয়াল মাছটি বিক্রি করেন।

জেলে মাধব হালদার জানান, প্রতিদিনের মতো তারা পদ্মা নদীতে গত বুধবার সারারাত জাল ফেলে মাছ ধরার চেষ্টা করেন। কিন্তু সারারাত কোনো মাছের দেখা মেলেনি। শেষে ভোররাতে জাল টানতেই দেখে একটি বড় সাইজের বোয়াল মাছ ধরা পড়েছে।

Print Friendly, PDF & Email

এই ক্যাটাগরীর আরো খবর