তোমাকে সুস্বাগতম প্রিয়তমা, ফেসবুকে লিখলেন নোবেল

আমার জীবনে প্রতিটি ঘটনা অপ্রত্যাশিতভাবে ঘটেছে। যা হৃদয়বিদারক। মাদক ও অ্যালকোহল। আমার মাথায় ৭০টি সেলাই এবং আমার সাবেক স্ত্রীর এতে খুশি হওয়া। আমার ক্যারিয়ার ধ্বংস হয়ে গেছে। এখন বাকি আছে শুধু মৃত্যু। তোমাকে সুস্বাগতম প্রিয়তমা। তোমাকে আলিঙ্গন করতে প্রস্তুত আমি।

ফেসবুকে এভাবে ইংরেজিতে কথাগুলো লিখেছেন আলোচিত-সমালোচিত গায়ক মাঈনুল আহসান নোবেল। তবে হঠাৎ করে কেন তিনি এ ধরনের কথা ফেসবুকে লিখলেন সে সম্পর্কে কিছু জানা যায়নি।

মঙ্গলবার রাত ৮টার দিকে দেখা যায় নোবেলের এ পোস্টে প্রায় ৪ হাজার রিঅ্যাকশন পড়েছে।

৪শর কাছাকাছি কমেন্টে কেউ তাকে সাহস দিয়েছেন আবার কেউ দিয়েছেন টিটকারি।

একজন কমেন্টে করেছেন, হতাশ হইয়েন না দাদা, দুঃখের পরেই সুখ আসে। আবার একজন লিখেছেন- আবার কিছুদিন পরে আগের মতই হয়ে যাবা…….।
এভাবে নানাজন নানা কমেন্ট করেছেন নোবেলের স্ট্যাটাসে।

Print Friendly, PDF & Email

এই ক্যাটাগরীর আরো খবর