যুক্তরাষ্ট্রের প্রাক-নির্বাচন পর্যবেক্ষকদের সঙ্গে আ.লীগের বৈঠক কাল

বাঙালী কণ্ঠ ডেস্কঃ আওয়ামী লীগের সঙ্গে সোমবার বৈঠক করবে যুক্তরাষ্ট্রের প্রাক-নির্বাচন পর্যবেক্ষক দল। আগামীকাল রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বেলা ১১টায় এ বৈঠক অনুষ্ঠিত হবে।

আজ রবিবার আওয়ামী লীগের একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। জানা গেছে, যুক্তরাষ্ট্রের প্রাক-নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে আওয়ামী লীগের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এর আগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগের পরিস্থিতি যাচাই করতে ঢাকায় পৌঁছেন যুক্তরাষ্ট্রের প্রাক নির্বাচনী পর্যবেক্ষক দলের ৭ সদস্য। গতকাল শনিবার সন্ধ্যায় রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারা।

যুক্তরাষ্ট্রের রাষ্ট্রীয় অর্থায়নে ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) ও ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট (এনডিআই) যৌথভাবে স্বাধীন ও নিরপেক্ষ প্রাক-নির্বাচন সমীক্ষা মিশন পরিচালনা করবেন তারা। ৭ সদস্যের প্রতিনিধিদল এবং তাদের সহায়তাকারীরা ১৩ অক্টোবর পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবেন।

সফর শেষে প্রতিনিধিদলটি বাংলাদেশের জাতীয় নির্বাচনের পরিস্থিতি নিয়ে ইতিবাচক প্রবণতা এবং উদ্বেগের বিষয়গুলো তুলে ধরবে। পাশাপাশি তারা কিছু সুপারিশ তুলে ধরবে। সর্বোপরি বাংলাদেশের জাতীয় নির্বাচনের দিন সীমিত আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষক মিশন পাঠাবে কিনা, তা নির্ধারণ করা হবে এ প্রতিনিধিদলের সুপারিশের মাধ্যমে।

Print Friendly, PDF & Email

এই ক্যাটাগরীর আরো খবর