টঙ্গীতে পুলিশ সদস্যের লাশ উদ্ধার

গাজীপুরের টঙ্গীতে এক পুলিশ সদস্যের লাশ উদ্ধার করেছে। মঙ্গলবার (১৭ অক্টোবর) রাত ৯ টার দিকে টঙ্গী পশ্চিম থানার ৬ তলার পুলিশ ব‌্যারাক থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।

নিহত পুলিশ সদস্যের নাম মিল্টন কুণ্ড। সে নেত্রকোণা জেলার কেন্দুয়া থানার বুধপাশা গ্রামের বাসিন্দা। তিনি টঙ্গী পশ্চিম থানায় উপ পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ শাহ আলম। তিনি বলেন, একজন পুলিশ সদস্য মারা গেছে। এবিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।

এদিকে পুবাইল থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম বলেন, নিহত মিলটন কুন্ড যখন পুবাইল থানা কর্মরত ছিল তখন সে প্রায়ই অন্যমনস্ক হয়ে থাকতো। সবার থেকে নিজেকে আড়াল করে রাখত। তা‌কে কোন কাজ দি‌লে বল‌তো সে মানসিক সমস্যায় ভুগছে।

জানা যায়, নিহত মিন্টন কুন্ড গত ৩ সেপ্টেম্বর গাজীপুর মেট্রোপলিটনের পুবাইল থানা থেকে বদলি হয়ে টঙ্গী পশ্চিম থানায় যোগদান করেন। যোগদানের পর থেকেই অন্যমনস্ক থাকতেন তিনি। সব সময় নিজেকে সবার থেকে আড়াল করে রাখতেন। নিয়মিত কাজকর্ম করতেন না এই পুলিশ সদস্য।

Print Friendly, PDF & Email

এই ক্যাটাগরীর আরো খবর