খুলনায় প্রধানমন্ত্রীর জনসভা ৯ নভেম্বর

বাঙালী কণ্ঠ ডেস্কঃ আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ৯ নভেম্বর খুলনায় দলীয় জনসভায় যোগ দেবেন। শহরের সার্কিট হাউজ মাঠে অনুষ্ঠিতব্য জনসভা অনুষ্ঠিত হবে বেলা ২টায়। এ উপলক্ষে আজ বৃহস্পতিবার খুলনায় বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম।

আমাদের সময়কে মুঠোফোনে বাহাউদ্দিন নাছিম বলেন, সভাকে সফল করার জন্য বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। পর্যায়ক্রমে আরও প্রস্তুতি সভা হবে।

খুলনা বিভাগে দায়িত্বপ্রাপ্ত আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক  বলেন, আজ খুলনায় বর্ধিত সভা হয়েছে। এতে খুলনা সিটির মেয়র, ওই বিভাগের প্রতিটি জেলার সভাপতি ও সাধারণ, সম্পাদক, জেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, পৌর মেয়র সভায় উপস্থিত ছিলেন। তারা সবাই আওয়ামী লীগের এই জনসভাকে সফল করতে বদ্ধপরিকর।

এর আগে যশোর, চট্টগ্রাম, কক্সবাজার, ময়মনসিংহ, রংপুর জনসভা হয়েছে আওয়ামী লীগের। ফের চট্টগ্রামের জনসভা হওয়ার কথা রয়েছে। এছাড়া সিলেট ও বরিশালসহ বেশ কয়েকটি এলাকার জনসভায় যোগ দেওয়ার কথা রয়েছে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার।

Print Friendly, PDF & Email

এই ক্যাটাগরীর আরো খবর