রাষ্ট্রপতির সুস্থতা কামনায় পাবনায় দোয়া মাহফিল

বাঙালী কণ্ঠ ডেস্কঃ রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সুস্থতা কামনা করে পাবনা প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২০ অক্টোবর) রাত ৮টায় পাবনা প্রেসক্লাব মিলনায়তনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

পাবনা প্রেসক্লাব সভাপতি এ বি এম ফজলুর রহমানের সভাপতিত্বে সংক্ষিপ্ত দোয়া মাহফিলে আলোচনা করেন পাবনা জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আ স ম আব্দুর রহিম পাকন, পাবনা প্রেস ক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা রবিউল ইসলাম রবি, পাবনা সংবাদপত্র পরিষদের সভাপতি আব্দুল মতীন খান, প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি মির্জা আজাদ, সম্পাদক সৈকত আফরোজ আসাদ, পাবনা প্রেসক্লাবের সাবেক সিনিয়র সহসভাপতি আখতারুজ্জামান আখতার, রানা প্রপার্টিজ অ্যান্ড ডেভেলপমেন্টস লিমিটেডের পরিচালক রুহুল আমিন বিশ্বাস রানা, পাবনা প্রেসক্লাবের সাবেক সম্পাদক উৎপল মির্জাসহ অন্যান্য সাংবাদিক ও গণমাধ্যমকর্মীরা।

পরে দোয়া মোনাজাত পরিচালনা করেন পাবনা জেনারেল হাসপাতালের পেশ ইমাম মাওলানা আলহাজ ইউনুস আলী।

Print Friendly, PDF & Email

এই ক্যাটাগরীর আরো খবর