মো. শাহজাহান মিয়ার মৃত্যুতে পররাষ্ট্রমন্ত্রীর শোক

বাঙালী কণ্ঠ ডেস্কঃ পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য ও সাবেক ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

শনিবার (২১ অক্টোবর) এক শোকবার্তায় পররাষ্ট্রমন্ত্রী বলেন, মরহুম মো. শাহজাহান মিয়া সারাজীবন দেশ ও জাতির কল্যাণে কাজ করে গেছেন। তার মৃত্যুতে জাতি একজন কর্মবীর মানুষকে হারালো।

তিনি মরহুম শাহজাহান মিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

Print Friendly, PDF & Email

এই ক্যাটাগরীর আরো খবর