ইতালিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবক নিহত

বাঙালী কণ্ঠ ডেস্কঃ ইতালিতে সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।

বুধবার (২৫ অক্টোবর) রাতে ইতালির টারান্ত শহরে এ দুর্ঘটনা ঘটেছে।

নিহত সানজিদ হাওলাদার (২৮) মাদারীপুর সদর উপজেলার ধুরাইল ইউনিয়নের ধুরাইল এলাকার মো. লিটন হাওলাদারের ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, জীবিকার তাগিদে দুই বছর আগে ইতালি পাড়ি জমান সানজিদ হাওলাদার। সেখানে একটি ভালো চাকরিও করতেন তিনি। বুধবার রাতে ইতালিতে কাগজপত্র করার জন্য আঙুলের ছাপ (ফিঙ্গার) দিতে নিজ বাসা থেকে বের হন। তখন রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি গাড়ি তাকে ধাক্কা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।

নিহতের বাবা লিটন হাওলাদার বলেন, বুধবার রাতে ইতালিতে কাগজপত্র করার জন্য বাসা থেকে বের হয় সানজিদ। রাস্তা পার হওয়ার সময় সে সড়ক দুর্ঘটনায় মারা গেছে।ধুরাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হাবিবুর রহমান হাওলাদার বলেন, আমার চাচাতো ভাই লিটন হাওলাদারের একমাত্র ছেলে বাংলাদেশের সময় বুধবার রাতে ইতালির টারান্ত শহরে সড়ক দুর্ঘটনায় মারা গেছে। আমরা তার মরদেহ দেশে আনার চেষ্টা করছি।

মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাইনউদ্দিন গণমাধ্যমকে বলেন, ঘটনার কথা নিহতের পরিবার থেকে এখনও কেউ জানায়নি। তবে তারা চাইলে মরদেহ আনার ব্যাপারে সহযোগিতা করা হবে।

Print Friendly, PDF & Email

এই ক্যাটাগরীর আরো খবর