সুখের রাজ্যে পরীমণি

ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়ক শরিফুল রাজের সঙ্গে বিচ্ছেদের পর থেকে ছেলে ও কাজ নিয়েই ব্যস্ত সময় পার করছেন চিত্রনায়িকা পরীমণি। কাজ ব্যতীত বাকি সময় তিনি (পরীমণি) ছেলে রাজ্যের সঙ্গেই কাটান। এদিকে ছেলের সঙ্গে কাটানো বিভিন্ন মুহূর্ত সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন পরীমণি। শুটিংয়ে যাচ্ছেন কিংবা বৃষ্টিতে খুনসুটি করছেন। এমন আরও নানা ঘটনা রয়েছে। আর এরই ধারাবাহিকতায় রোববার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুকে ছেলের সঙ্গে একটি রিল শেয়ার করেছেন অভিনেত্রী। ক্যাপশনে লেখেন, এ এক সুখের রাজ্যে বসবাস আমার। সঙ্গে জুড়ে দিয়েছেন লাভ ইমোজি। ভিডিওতে দেখা যায়, ছেলেকে কোলে নিয়ে গাড়িতে বসে আছে পরীমণি। মায়ের কোলে খুনসুটিতে ব্যস্ত রাজ্য। খেলার ছলে মায়ের গালে আলতো ছোঁয়ায় চুমু দিচ্ছে রাজ্য। এর আগে শুক্রবার রাজ্য প্রথমবার বৃষ্টি ছুঁয়ে দেখছে এমন একটি ভিডিও শেয়ার করেছেন পরীমণি। ভিডিওতে দেখা যায়, বৃষ্টিতে ভিজতে পেরে বেশ আনন্দিত রাজ্য। দীর্ঘ বিরতির পর পরীমণি ‘ডোডোর গল্প’ সিনেমার শুটিং শুরু করেছেন। সরকারি অনুদানের এই সিনেমাটি নির্মাণ করছেন রেজা ঘটক। ‘ডোডোর গল্প’ সিনেমার মাধ্যমে দীর্ঘদিন পর চিত্রনায়ক সাইমন সাদিকের সঙ্গে জুটি বাঁধছেন পরী। ‘ডোডোর গল্প’ সিনেমার কাহিনি, চিত্রনাট্য, সংলাপ ও পরিচালনা করছেন নির্মাতা রেজা ঘটক। এতে কাজল চৌধুরীর চরিত্রে অভিনয় করছেন পরীমণি ও ফটোগ্রাফার রায়হান চরিত্রে সাইমন সাদিক। ২০২১-২২ অর্থবছরের ৬০ লাখ টাকা সরকারি অনুদান পায় ছবিটি।

Print Friendly, PDF & Email

এই ক্যাটাগরীর আরো খবর