মিরপুরে আজও পুলিশ-শ্রমিক সংঘর্ষ, পাল্টাপাল্টি ধাওয়া

বাঙালী কণ্ঠ ডেস্কঃ মিরপুরে বেতন বাড়ানোর দাবিতে আন্দোলনরত পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনাও ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে পূরবী সিনেমা হলের সামনে এ সংঘর্ষ শুরু হয়।

স্থানীয়রা জানান, সকাল ৮টা থেকে পূরবী সিনেমা হলের সামনের প্রধান সড়ক অবরোধ করে অবরোধ কর্মসূচি পালন শুরু করেন পোশাক শ্রমিকরা। সেখানে শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে শ্রমিকেরা মিরপুর-১০ নম্বরের দিকে যান। শেষ খবর পাওয়া পর্যন্ত সেখানেই অবস্থান করছেন তারা।

পল্লবী থানার উপ পরিদর্শক (এসআই) সালমা বেগম জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

Print Friendly, PDF & Email

এই ক্যাটাগরীর আরো খবর