নির্বাচন বানচাল করতে ৭১-এর পরাজিত শক্তি পথে নেমেছে : শিক্ষামন্ত্রী

বাঙালী কণ্ঠ ডেস্কঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে বানচাল করতে ৭১ এর পরাজিত শক্তি পথে নেমেছে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

শনিবার (৪ নভেম্বর) ইডেন কলেজের এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

শিক্ষামন্ত্রী বলেন, আমাদের অগ্রযাত্রাকে ব্যহত করতে ৭১ এর পরাজিত শক্তি যড়যন্ত্র করছে। এবার নির্বাচনকে বানচাল করতে তারা পথে নেমেছে। আমরা কী একদিনে ৫শ বোমা হামলা দেখতে চাই নাকি ১শ সেতু উদ্বোধন চাই, তা আমাদেরকে বেছে নিতে হবে।

নতুন শিক্ষাক্রম নিয়ে তিনি বলেন, কোচিং ও গাইড ব্যবসায়ীরা আমাদের নতুন শিক্ষাক্রম নিয়ে অপপ্রচার করছে। স্বার্থ হাসিলের জন্য কতিপয় রাজনৈতিক দল তাদের পেছনে ইন্ধন দিচ্ছে। তবে আমরা চেষ্টা করছি সামাজিক যোগাযোগ মাধ্যমে সঠিক তথ্য পৌঁছে দিতে।

ইডেন কলেজ প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, এই কলেজটি শুরুর পর থেকে নানান জায়গায় স্থানান্তরিত করতে হয়েছে। আজকে কলেজ যে অবস্থায় এসেছে, এর জন্য ১৫০ বছর লেগেছে। এ অঞ্চলের নারীদের উচ্চশিক্ষা গ্রহণে ইডেন কলেজ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। সকল রাজনৈতিক আন্দোলন-সংগ্রামে কলেজটি সবার আগে ছিল।

তিনি বলেন, নারী ক্ষমতায়নের অগ্রদূত লীলা নাগ থেকে শুরু করে প্রীতিলতা ওয়াদ্দেদার, সংগীত শিল্পী সানজিদা খাতুন, নৃত্যশিল্পী লায়লা হাসান এবং পুষ্টিবিশেষজ্ঞ সিদ্দিকা কবিরসহ অনেকেই এখানে শিক্ষাগ্রহণ করেছেন।

Print Friendly, PDF & Email

এই ক্যাটাগরীর আরো খবর