সারা দেশে মোতায়েন হচ্ছে ৬৫ হাজার আনসার

বিএনপি ও জামায়াতের ডাকা ৪৮ ঘণ্টার অবরোধকালে রেল, সড়ক ও নৌপথে যোগাযোগ নির্বিঘ্ন রাখতে ‘অপারেশন সুরক্ষিত যাতায়াত’ শুরু করছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। এ লক্ষ্যে সারা দেশে ৬৫ হাজার আনসার সদস্য মোতায়েন করা হচ্ছে।

শনিবার (৪ নভেম্বর) রাতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপ-পরিচালক (প্রকল্প ও প্রশিক্ষণ) জাহিদুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেছেন, সারা দেশে ৬৫ হাজার আনসার ও ভিডিপি সদস্য মোতায়েন করা হচ্ছে। রোববার (৫ নভেম্বর) ও সোমবার (৬ নভেম্বর) রেল স্টেশন, বাস স্ট্যান্ড, লঞ্চ ঘাট, সরকারি-বেসরকারি গুরুত্বপূর্ণ স্থাপনা এবং জনগুরুত্বপূর্ণ স্থানে মোতায়েন থেকে নিরাপত্তারক্ষার দায়িত্ব পালন করবেন আনসার সদস্যরা।

জানা গেছে, সরকারি ও বেসরকারি ৫ হাজার ২৯৬টি প্রতিষ্ঠানের নিরাপত্তায় নিয়োজিত ৫৫ হাজার অঙ্গীভূত আনসার সদস্য এসব প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করা ছাড়াও আশপাশের এলাকায় দায়িত্ব পালন করবেন। এ সময় কোনো ধরনের নাশকতা কিংবা সহিংসতা হলে, সে বিষয়েও তারা ব্যবস্থা নিতে পারবে। যানবাহনে অগ্নিসংযোগ, সংঘর্ষসহ যেকোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি যেন তৈরি না হয়, সে বিষয়ে সতর্ক থাকবেন আনসার সদস্যরা।

Print Friendly, PDF & Email

এই ক্যাটাগরীর আরো খবর