বাড়ি কিনে হইচই ফেলে দিয়েছেন অনন্যা, কে হচ্ছেন ‘লিভ-ইন’ পার্টনার?

বাঙালী কণ্ঠ ডেস্কঃ বলিউড অভিনেতা ঈশান খাট্টারের সঙ্গে অভিনেত্রী অনন্যা পাণ্ডের প্রেম ছিল। তার সঙ্গে সম্পর্ক ভাঙার পর বিটাউনের তারকা আদিত্য রায় কাপুরের প্রেমে পড়েন। দেশ-বিদেশের রাস্তায় দেখা গেছে তাদের প্রেমের ঝলকও।

এদিকে বলিউড তারকা করণের চ্যাট শোতে এসে আদিত্য ও অনন্যার প্রেমে সিলমোহর দিয়েছেন বান্ধবী সারা আলি খান। এবার বাড়ি কিনে আলোচনায় এসেছেন অনন্যা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে হইচই। সেই সঙ্গে শোনা যাচ্ছে ‘লিভ ইন’ সম্পর্কে থাকার পরিকল্পনাও আছে নাকি তার। খবর ভারতীয় গণমাধ্যম সূত্র।

অনন্যা পাণ্ডে বলিউডের চোখের মণি। সদ্য বলিপাড়ায় পা রাখা অনন্যা এবার কিনে ফেলেছেন বিলাসবহুল বাড়ি। নতুন বাড়ি কেনার খবর শেয়ার করেছেন সামাজিক মাধ্যমে। এতে তিনি লিখেছেন, আমার নিজের বাড়ি। আমার নতুন শুরু আপনাদের সবার ভালোবাসা চাই।

এদিকে তার পোস্ট ঘিরে চলছে হইচই। ছড়িয়ে পড়া খবর অনুযায়ী, অনন্যা নাকি এবার বাবার বাড়ি ছেড়ে নিজের বাড়িতেই থাকতে চলেছেন।

শোনা যাচ্ছে, তার নাকি লিভ ইন সম্পর্কে থাকার প্ল্যান। আর লিভ ইন পার্টনার নাকি আদিত্য রায় কাপুরই! তবে এ বিষয়ে কেউ মুখ খুলেননি।

Print Friendly, PDF & Email

এই ক্যাটাগরীর আরো খবর