আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফশীল ঘোষণার পর দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মনোনয়নপত্র সংগ্রহের মাধ্যমে জাতীয় সংসদ নির্বাচনের ফরম বিক্রির কার্যক্রম শুরু করেছে দলটি। এরপর উৎসবের আমেজে মনোনয়নপত্র সংগ্রহ করছেন মনোনয়ন প্রত্যাশী প্রার্থীরা।
নির্বাচন সামনে রেখে রাজনৈতিক নেতারা মনোনয়ন পেতে দৌড়ঝাঁপ শুরু করে দিয়েছেন। সেই তালিকায় আছেন শোবিজের বেশ ক’জন তারকাও।
জানা গেছে, বগুড়া- ৬ আসনে নির্বাচন করার ভাবনা থেকে মনোনয়নপত্র সংগ্রহ করবেন অপু বিশ্বাস। চিত্রনায়ক ফেরদৌস ও চিত্রনায়িকা মাহিয়া মাহির মতো ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী হতে চান ঢালিউড কুইন’খ্যাত এই অভিনেত্রীও।
অপু বিশ্বাস বলেন, ‘এবার নির্বাচনে প্রার্থী হওয়ার পরিকল্পনা রয়েছে। আমার কাছে মনে হয়, নারীদের তুলে ধরতে একজন নারীই প্রয়োজন। যেমনটা আমাদের প্রধানমন্ত্রী। তিনি সবসময় নারী নেতৃত্বকে সাপোর্ট দেন। সেসব ভাবনা থেকেই নির্বাচন করার পরিকল্পনা করছি। এর আগে, একাদশ সংসদ নির্বাচনেও প্রার্থী হওয়ার জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছিলাম।’
তিনি আরও বলেন, ‘আমার জন্মস্থান থেকে নির্বাচন করার খুব ইচ্ছে আমার। আর সেখানকার স্থানীয় অনেক নেতাকর্মী আমার আত্মীয় স্বজন। তাদের সঙ্গে আমার সম্পর্কটা অনেক ভালো। আর এলাকার মানুষদের সঙ্গে আমার সম্পর্ক কেমন? এটা বলে বোঝানো যাবে। দল থেকে মনোনয়ন পেলে, আমার থেকে বেশি খুশি হবে এলাকার মানুষজন।’