একসঙ্গে ৪ সন্তান জন্ম দিলেন গৃহবধূ

বাঙালী কণ্ঠ ডেস্কঃ ভোলার চরফ্যাশন আধুনিক হাসপাতালে একই সঙ্গে চার সন্তানের জন্ম হয়েছে। এর মধ্যে দুজন মেয়ে ও দুজন ছেলে। মা ও সন্তানরা সবাই সুস্থ আছেন।

শনিবার বেলা ১১টায় হাসপাতালের গাইনি ডা. হোসনে আরা বেগমের তত্ত্বাবধানে এসব সন্তানের জন্ম হয়। সন্তানদের মায়ের নাম তানজিলা বেগম। তিনি চরফ্যাশন উপজেলাধীন জাহানপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের বাসিন্দা মো. সোলায়মানের স্ত্রী।

হাসপাতালের এমডি তিতুমীর বলেন, আধুনিক হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে আনা হলে তার দুই পুত্রসন্তান ও দুই কন্যাসন্তানের জন্ম হয়। আমাদের হাসপাতালে এই প্রথম একসঙ্গে চার সন্তানের জন্ম হয়েছে।

চরফ্যাশন হাসপাতালের গাইনি ডা. হোসনে আরা বলেন, আমি ইতিপূর্বে চেকআপ করেছিলাম। শনিবারে প্রসূতির ব্যথা উঠলে বেলা সোয়া ১১টার সময় পর পর দুটি পুত্র ও দুটি কন্যাসন্তান জন্ম হয়।

Print Friendly, PDF & Email

এই ক্যাটাগরীর আরো খবর