শান্তির বার্তা দিতে আমেরিকানদের লাল গোলাপের শুভেচ্ছা জানালো মুসলমানরা

এখন বিশ্বের সব মুসলমানরা রমজান মাস শুরু করার জন্য প্রস্তুত হচ্ছেন ঠিক তার আগ দিয়ে আমেরিকার রাজধানী ওয়াশিংটনে বসবাসরত মুসলমানরা এই শহরের নাগরিকদের মধ্যে লাল গোলাপ বিতরণ করার উদ্দোগ নেন।

ইকনার এক প্রতিবেদনে এ খবর জানা যায়, এই কাজটি দেশবাসীর মধ্যে ঐক্য ও শান্তি বজায় রাখার এবং এটা দেখানোর জন্য যে ইসলাম হচ্ছে


প্রেম ও ভালবাসার ধর্ম।

আমেরিকার মেরিল্যান্ড, ভার্জিনিয়া এবং ওয়াশিংটন ডিসির তরুণ মুসলমানদের একটি দল সেদেশের নাগরিকদের গোলাপ ফুল দিয়ে, ইসলামের শান্তির বার্তা তাদের কানে পৌছে দেন।

ফুল বিতরণ করা সব মানুষের প্রতি ইসলামের সম্মান ও শান্তি ও বন্ধুত্বের পরিচয় বহন করে।

এই সকল শহরের মুসলিম যুবক কর্মিরা বলেন, আমরা ইসলাম সম্পর্কে আমেরিকানদের ভুল ধারণা দূর করতে এবং ইসলাম বিদ্বেষ দুরু করতে এই পদক্ষেপ হাতে নিয়েছি।

মুসলমান তরুন তরুনিরা সে দেশের নাগরিকদের হাতে লাল গোলাপ তুলে দিয়ে ইসলামের শান্তির বানীকে সবার কাছে পৌছে দেন।

ফুলের সাথে তারা পবিত্র কোরআনের আয়াত এবং মহানবীর (সা.)এর হাদিসও উপহার দেন।

Print Friendly, PDF & Email

এই ক্যাটাগরীর আরো খবর