মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম নারী প্রার্থী হিলারি

প্রয়োজনীয় সংখ্যক ডেলিগেটের সমথর্ন পাওয়ার পরই হিলারি ক্লিনটন দেশটির প্রেসিডেন্ট নির্বাচনের জন্য মনোনীত হলেন।

ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থিতার দৌড়ে থাকা বার্নি স্যান্ডার্সকে পরাজিত করে তিনি এই গৌরব অর্জন করলেন। ফলে এখন রিপাবলিকান দলের মনোনীত প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে মোকাবেলা করায় আর কোনো বাধা থাকলো না।

রোববার অনুষ্ঠিতব্য প্রাইমারিতে পুয়ের্তো রিকোরতে বড় জয় পাওয়ার পরই তার দলটির পক্ষ থেকে মনোনয়ন নিশ্চিত হয়। সেই সঙ্গে যুক্তরাষ্ট্রের ২৪০ বছরের ইতিহাসে অন্যদম প্রধান রাজনৈতিক দলের প্রতিনিধি হিসেবে তিনিই হচ্ছেন প্রথম নারী প্রেসিডেন্ট প্রার্থী। সে দিক থেকে আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে এক ঐতিহাসিক নির্বাচন বলেই মনে করা হচ্ছে।

 

বিশ্ববাসীর এখন শুধু অপেক্ষা আগামী ৮ নভেম্বর অনুষ্ঠেয় মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্প-হিলারি লড়াই দেখার।

Print Friendly, PDF & Email

এই ক্যাটাগরীর আরো খবর