ম্যারাথন ব্যাটারির ফোন আনলো জিওনি

চীনের বিখ্যাত প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান জিওনি প্রযুক্তি বাজারে আনলো  নতুন ফোন। এটির  মডেল জিওনি ম্যারাথন এম ফাইভ প্লাস। সম্প্রতি ফোনটি ভারতের বাজারে অবমুক্ত করা হয়েছে।

ফোনটিতে আছে ৬ ইঞ্চির ফুল এইচডি অ্যামোলিড ডিসপ্লে। এর র‌্যাম ৩ জিবি। মেটাল ফ্রেমের এই ফোনটি ৫০০০ হাজার এবং ৬০২০ মিলিঅ্যাম্পায়ার আওয়ারের ব্যাটারি ভার্সনে পাওয়া যাচ্ছে।

এতে আছে অক্টা কোর মিডিয়াটেক এমটি৬৭৫৩ মানের ৬৪ বিটের প্রসেসর। বিল্টইন মেমোরি ৬৪ জিবি।

ফোনটি অ্যানড্রয়েড ললিপপ অপারেটিং সিস্টেম চালিত।ডুয়েল সিমের ফোনগুলোর মধ্যে এম৫ প্লাসে আছে ১৩ মেগা পিক্সেল রিয়ার ক্যামেরা। সেলফিপ্রেমীদের জন্য ফ্রন্টে রয়েছে ৫ মেগা পিক্সেলের ক্যামেরা।

ভারতের বাজারে ফোনটির মূল্য ২৬ হাজার ৯৯৯ রুপি। ভ্যাট এবং ট্যাক্সবাদে বাংলাদেশি টাকায় এটির মূল্য ৩১ হাজার ৭২২ টাকা।

Print Friendly, PDF & Email

এই ক্যাটাগরীর আরো খবর