লিড নিয়েছে বাংলাদেশ

বাঙালী কণ্ঠ নিউজঃ চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিনের সকালে অস্ট্রেলিয়ার ইনিংসটাকে খুব একটা বাড়তে দেননি মোস্তাফিজুর রহমান। নাথান লায়নকে ফিরিয়ে দিয়ে সফরকারীদের ইনিংসটাকে ৩৭৭ রানেই থামিয়ে দেন কাটার মাস্টার। প্রথম ইনিংসে বাংলাদেশের ৩০৫ রানের জবাবে অস্ট্রেলিয়ার ৭২ রানের লিড দাঁড়ায়। জবাবে দ্বিতীয় ইনিংসের শুরুতেই একের পর এক উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। অসি স্পিনারের বোলিংয়ে ৪৩ রানের মধ্যে ৫ উইকেট হারায় বাংলাদেশ, যার তিনটিই লিওনের।

তবে সাব্বির রহমান ও মুশফিকুর রহিমের জুটিতে লিড নিয়েছে স্বাগতিকরা। এ রিপোর্ট লেখার সময় বাংলাদেশের রান ৫ উইকেট হারিয়ে ৮৩ রান। লিড ১১ রানের। মুশফিক উইকেটে রয়েছেন ১৬ রানে এবং সাব্বির রয়েছেন ২০ রানে।

এর আগে ব্যাটিংয়ের শুরুতেই ফিরে যান সৌম্য সরকার। প্যাট কামিন্সের বলে ম্যাট রেনশকে ক্যাচ দেন টাইগার ওপেনার। পুরো সিরিজেই নিজের ছায়া হয়ে ছিলেন সৌম্য। ঢাকায় দুই ইনিংস মিলে ২৩ রান করার পর চট্টগ্রামে দুই ইনিংস মিলে মাত্র ৪২ রান করলেন তিনি।

সৌম্য ফেরার পর  তামিম-ইমরুল মিলে ইনিংসটাকে মেরামত করার চেষ্টা করছিলেন। তবে দলীয় ৩২ রানে নাথান লায়নের বলে এগিয়ে এসে মারতে গিয়ে স্টাম্পিংয়ের শিকার হন তিনি। আউট হওয়ার আগে ১২ রান করেন তামিম।

তামিমের পর ধৈর্য্য ধরে রাখতে পারেননি ইমরুল কায়েসও। লায়নের লাফিয়ে উঠা বলটা সামলাতে পারেননি তিনি। সামনে দাঁড়িয়ে থাকা ম্যাক্সওয়েল ক্যাচটি লুফিয়ে নেন। এরপর সাকিব আল হাসানকে ওয়ার্নারের ক্যাচ বানিয়ে ফেরান লায়ন। মাত্র ২ রান করেন বিশ্বসেরা অলরাউন্ডার।

এর আগে চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিনের দ্বিতীয় ওভারে বোলিংয়ে এসে অস্ট্রেলিয়ার শেষ উইকেটটি তুলে নেন মোস্তাফিজুর রহমান। ওভারে পঞ্চম বলে নাথান লায়নকে নিজের শিকারে পরিণত করেন কাটার মাস্টার। ফলে চতুর্থ দিনে কোনো রান যোগ না করেই ইনিংস শেষ হয়েছে সফরকারীদের।

বুধবার ৯ উইকেটে ৭২ রানের লিড নিয়ে ৩৭৭ রানে তৃতীয় দিন শেষ করেছিল স্মিথরা। সেখানেই থামল অজিদের প্রথম ইনিংস। বাংলাদেশের হয়ে মোস্তাফিজ ৪টি, মিরাজ ৩টি এবং সাকিব, তাইজুল ইসলাম ১টি করে উইকেট নিয়েছেন।

এর আগে প্রথম ইনিংসে বাংলাদেশ সংগ্রহ করে ৩০৫ রান। টাইগারদের হয়ে সর্বোচ্চ ৬৮ রান করেন মুশফিকুর রহিম। দ্বিতীয় সর্বোচ্চ ৬৬ রান এসেছে সাব্বির রহমানের ব্যাট থেকে। এছাড়া নাসির হোসেনের ৪৫, সৌম্য সরকারের ৩৩ এবং মুমিনুল হকের ৩১ রান দলের সংগ্রহে অবদান রাখে।

ওজিদের হয়ে বল হাতে সফল নাথান লায়ন। তিনি একাই শিকার করেন ৭ উইকেট। ২টি উইকেট ঝুলিতে পুরেছেন অ্যাস্টন অ্যাগার। বাকি উইকেটটি এসেছে রান আউট থেকে।

প্রসঙ্গত, ঢাকা টেস্টে অস্ট্রেলিয়াকে ২০ রানে পরাজিত করেছে বাংলাদেশ। ফলে দুই ম্যাচ টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে মুশফিক বাহিনী। চট্টগ্রাম টেস্টটি ওজিদের জন্য সিরিজ বাঁচানোর লড়াই। এই ম্যাচ ড্র হলেও বাংলাদেশের ঘরে যাবে সিরিজ জয়ের ট্রফি। আর ওজিরা জিতলে সমতায় শেষ হবে সিরিজ।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ প্রথম ইনিংস: ১১৩.২ ওভারে ৩০৫/১০

(তামিম ৯, সৌম্য ৩৩, ইমরুল ৪, মুমিনুল ৩১, সাকিব ২৪, মুশফিক ৬৬, সাব্বির ৬৬, নাসির ৪৫, মিরাজ ১১, তাইজুল ৯; কামিন্স ০/৩৩, লায়ন ৭/৯৪, ও’কিফ ০/৭৯, অ্যাগার ২/৫২, ম্যাক্সওয়েল ০/১৩, কার্টরাইট ০/১৬)

অস্ট্রেলিয়া প্রথম ইনিংস: ১১৯.৫ ওভারে ৩৭৭/১০

(রেনশ ৪, স্মিথ ৫৮, ওয়ার্নার ১২৩, হ্যানন্ডসকম ৮৮, ম্যাক্সওয়েল ৩৮, কার্টরাইট ১৮, ওয়েড ৮, অ্যাগার ২২, ও’কিফ ৮* ; মিরাজ ৩/৯৩,  মোস্তাফিজ ৪/৮৪, সাকিব ১/৮২, তাইজুল ১/৭৮, নাসির ০/১৪)

এসএম

Print Friendly, PDF & Email

এই ক্যাটাগরীর আরো খবর