বোথামের পাশে লায়ন

বাঙালী কণ্ঠ নিউজঃ বাংলাদেশ-অস্ট্রেলিয়ার মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজে বল হাতে অসাধারণ নৈপুণ্য দেখান নাথান লায়ন। দুই টেস্টের চার ইনিংসেই বাংলাদেশের ব্যাটসম্যানদের ভোগান্তি উপহার দেন এই অস্ট্রেলিয়ান স্পিনার।

মিরপুর টেস্টে ৯ উইকেট নেন লায়ন। এরপর চট্টগ্রাম টেস্টে নেন ১৩ উইকেট। সিরিজে ২২ উইকেট নেয়ার পথে বেশ কয়েকটি রেকর্ড গড়েন লায়ন। সেগুলো তুলে ধরা হলো-

২২: দুই ম্যাচের টেস্ট সিরিজে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট নেয়ার রেকর্ড গড়েন নাথান লায়ন। তার সমান ২২ উইকেট নেন মুত্তিয়া মুরালিধরনও। শুধু রঙ্গনা হেরাথ (২৩) দুই ম্যাচের টেস্ট সিরিজে লায়নের চেয়ে বেশি উইকেট নেন।

১৩/১৫৪: চট্টগ্রাম টেস্টে লায়নের বোলিং ফিগার। যেকোনো অস্ট্রেলিয়ান বোলারের জন্য এশিয়ার মাটিতে সেরা ম্যাচ ফিগার। চলতি বছর পুনে টেস্টে ৭০ রানে ১২ উইকেট নেয়া সতীর্থ স্টিভ ও’কিফ পেছনে পড়ে গেছেন।

এছাড়া দারুণ বোলিংয়ের পথে কিংবদন্তি ইয়ান বোথামকে স্পর্শ করেন লায়ন। এই ইংলিশ কিংবদন্তির পর মাত্র দ্বিতীয় বোলার হিসেবে এশিয়ার মাটিতে নন-এশিয়ান খেলোয়াড় হিসেবে কোনো টেস্টে ১৩ উইকেট নেয়ার কীর্তি গড়েন লায়ন।

২: টেস্টে দুবার ১০ উইকেট পান লায়ন। এশিয়ায় প্রথম। অস্ট্রেলিয়ার মাত্র তৃতীয় অফস্পিনার হিসেবে টেস্টে দুবার ১০ উইকেট নেন তিনি। গত ১১০ বছরে প্রথম অফস্পিনার হিসেবে দুবার ১০ উইকেট পান লায়ন।

Print Friendly, PDF & Email

এই ক্যাটাগরীর আরো খবর