সৌভাগ্যের প্রতীক টাকার গাছ

বাঙালী কণ্ঠ নিউজঃ শোভা বর্ধনকারী এই গাছটির নাম মুলত পথোস। বাংলাদেশ এবং এশিয়া মহাদেশের কয়েকটি দেশে এই গাছ মানি প্ল্যান্ট নামে পরিচিত। গ্রীষ্ম, বর্ষা ও শীত কালের আবহাওয়া এমনকি সব পরিবেশ মানিয়ে নিতে সক্ষম এই মানি প্ল্যান্ট। বাংলাদেশে এই গাছকে শোভাবর্ধক হিসেবেই রাখা হয়।

দ্রুত বর্ধনশীল বিধায় বাংলাদেশে একে আদর করে বলা হয় টাকার গাছ। এই গাছকে সৌভাগ্যের প্রতীক বলে গণ্য করা হয়। ব্যাংক ও মুদ্রা ব্যবস্থায় প্রবৃদ্ধির চিহ্ন হিসেবে এই গাছের ছবি ব্যবহারের নজীর আছে। গৃহসজ্জায় এর বহুল ব্যবহার হয়ে থাকে। প্রতিকূল পরিবেশ সহিষ্ণু হওয়ায় এবং তেমন পরিচর্যার প্রয়োজন হয় না বিধায় সৌখিন মানুষের কাছে এর অত্যন্ত কদর।

রাজধানী ঢাকায় আধুনিক স্থাপত্যশৈলীতে নির্মিত সুদৃশ্য অনেক ভবনেই এই গাছের দেখা মেলে। অভিজাত আবাসিক এলাকা ধানমন্ডি, গুলশান, বনানী, বারিধারা এমনকি উত্তরায় অনেক আবাসিক ভবনের সীমানা দেয়ালে বা বাড়ান্দার গ্রিলে দেখা মেলে মানি প্ল্যান্ট।

মানি প্ল্যান্টের বেশ কয়েকটি নাম রয়েছে। এগুলো হলো গোল্ডেন পথোস, হান্টার রোব, আইভি অরাম, সিলভার ভাইন, টেরো ভাইন। এর কাণ্ড সবুজ, পাতাও সবুজ।

Print Friendly, PDF & Email

এই ক্যাটাগরীর আরো খবর