শৈলকুপায় ঐতিহ্যবাহী লাঠি খেলা

প্রতি বছরের মতো ঝিনাইদহের শৈলকুপা ভাটই বাজারের ফুলহরি গ্রামে অনুষ্ঠিত হয়ে গেল ঐতিহ্যবাহী লাঠি খেলা।

বৃহস্পতিবার বিকালে ফুলহরি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে লাঠি খেলা শুরু হয়। খেলা দেখতে দূর-দূরান্তের অসংখ্য মানুষ আসেন।

লাঠি খেলায় ১৫টি গ্রামের বিখ্যাত লাঠিয়ালগণ অংশগ্রহণ করেন। এদের মধ্যে ছিলেন বিত্তিপাড়া, কাজীপাড়া, কলম নগর পুটিমারী, গোলাপ নগর, গাড়াবাড়ীয়া, দুধসর, চাঁদপুর, রামচন্দ্রপুর, চাকলা পাড়া, দেবী নগর নাটাবাড়ীয়া, ফুলহরী গ্রামের বিখ্যাত লাঠিয়ালগণ।

লাঠি খেলা দেখতে মাঠে আসেন শৈলকুপার সাবেক চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা নায়েব আলী জোয়ারদার, জেলা পরিষদ সদস্য রেজাউল করীম খাঁ, ইউপি সদস্য ৪নং ওয়ার্ডের আবু বকর বিশ্বাস, ইউপি সদস্য ৩নং ওয়ার্ডের আশরাফুল ইসলাম, সাংবাদিক জাহিদুর রহমান তারিকসহ আরো অনেকে।

প্রায় ৬০ বছর ধরে শৈলকুপার ভাটই বাজারের ফুলহরি গ্রামে এ লাঠি খেলা অনুষ্ঠিত হয় বলে গ্রামবাসীরা জানিয়েছেন।

এবারে লাঠি খেলার আয়োজন করেন ১নং ওয়ার্ডের মেম্বর আজাদুর রহমান পাতাহার, ফুলহরি মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমীটির সদস্য আবুল কালাম আজাদ, মতিয়ার বিশ্বাস, মজনু, কলম বিশ্বাসসহ গ্রামবাসী।

Print Friendly, PDF & Email

এই ক্যাটাগরীর আরো খবর