বাংলাদেশের ক্রিকেটকে আরও উপরে দিকে নিয়ে যাওয়ার ঘোষণা

আগেও ছিলেন নির্বাচক কমিটিতে। সেটা সদস্য হিসাবে। তবে এবার বিসিবির প্রধান নির্বাচকের ভূমিকায় বাংলাদেশের সাবেক ক্রিকেটার মিনহাজুল আবেদিন নান্নু। দায়িত্ব পেয়ে বেশ উৎফুল্ল তিনি। সামনের দিনগুলোতে বাংলাদেশের ক্রিকেটকে আরও উপরে ঘোষণা দিলেন তিনি।

নতুন দায়িত্ব। কেমন লাগছে। এমন প্রশ্নের জবাবে নান্নু বলেন, ‘খুব ভালো লাগছে, কারণ পাঁচ বছর ধরে কাজ করছি, আমি আর হাবিবুল বাসার সুমন। বিসিবি আমাদের এ দায়িত্ব দেওয়ায় বিসিবিকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা


যে প্রসেসে কাজ করছিলাম সেভাবেই কাজ করে যাব। ইনশাল্লাহ বাংলাদেশের ক্রিকেটকে আরও উপরের দিকে তুলে নিতে চেষ্টা করবো।

এবারই প্রথম দ্বি স্তর বিশিষ্ট নির্বাচক কমিটি হয়েছে। এমন অবস্থায় কতটা স্বাধীনমতো কাজ করতে পারবেন? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘অবশ্যই আমরা আগে যেভাবে কাজ করে যাচ্ছিলাম সে প্রসেসেই করে যাব।’

দল গঠন করার পরও অতীতে হস্তক্ষেপ হয়েছে। এ প্রসঙ্গে নান্নু বলেন, ‘একটা দল হবার পর কোচের চাওয়া থাকে অধিনায়কের চাওয়া থাকে। ওই হিসাবে আমরা বেস্ট পসিবল দল দাঁড় করানোর চেষ্টা করি।’

তিনি আরও বলেন, ‘এত যদি হস্তক্ষেপ হতো তাহলে কি পাঁচ বছর আমরা কাজ করতে পারতাম। আমার মনে হয় এসব চিন্তা না করে আগামীতে বাংলাদেশ দলকে আরও কিভাবে এগিয়ে নেওয়া যায় সেটাতে ফোকাস দেওয়া উচিত।’

দ্বি স্তর নির্বাচক কমিটি পদ্ধতি সম্পর্কে তিনি বলেন, ‘নিয়ম অনেকটা আগের মতই। আগেও আমরা দল তৈরি করে চেয়ারম্যানের কাছে সাক্ষর করাতাম। তারপর প্রেসিডেন্ট। এখন কাজ যেহেতু শুরু করছি দেখি কতদূর যায়।

Print Friendly, PDF & Email

এই ক্যাটাগরীর আরো খবর