বেসিসের নতুন সভাপতি মোস্তফা জব্বার

তথ্যপ্রযুক্তিবিদ মোস্তাফা জব্বার দেশের সফটওয়্যার ও তথ্যপ্রযুক্তি সেবা খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) নতুন কার্যনির্বাহী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন।

সোমবার সংগঠনটির ২০১৬-১৯ সেশনের নির্বাচিত পরিচালকদের মধ্যে পদ বণ্টনের নির্বাচন হয়। এতে মোস্তফা জব্বার সভাপতি নির্বাচিত হন। কমিটিতে জ্যেষ্ঠ সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন রাসেল টি আহমেদ। অন্য দুটি সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন এম রাশিদুল হাসান এবং ফারহানা এ রহমান ।

এছাড়া পরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন, উত্তম কুমার পাল, মোস্তাফিজুর রহমান সোহেল, সৈয়দ আলমাস কবীর, সোনিয়া বশির কবির ও রিয়াদ এস এ হুসেইন।

এই কার্যনির্বাহী কমিটি আগামী এক বছর দায়িত্ব পালন করবে। তবে কমিটির মেয়াদ থাকবে তিন বছরই। প্রতি বছর নির্বাচিত কমিটি থেকে তিনজন ডিরেক্টর সমঝোতা বা লটারির মাধ্যমে পদত্যাগ করবেন। আর নির্বাচন হবে এই তিনটি পদেই।

২০১৪ সালের ডিসেম্বরে নিজেদের গঠনতন্ত্রে এই সংশোধনী আনে সংগঠনটি।

Print Friendly, PDF & Email

এই ক্যাটাগরীর আরো খবর