জীবনবাজি রেখে কাজ করছে পুলিশ

বাঙালী কণ্ঠ নিউজঃ ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া বলেছেন, নিজের জীবনবাজি রেখে দেশের জন্য কাজ করে যাচ্ছে কাউন্টার টেররিজম (সিটি) ইউনিটের সদস্যরা।

আজ কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশন্যাল ক্রাইম (সিটিটিসি) এর নতুন আটতলা ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মো. আছাদুজ্জামান মিয়া বলেন, ‘আন্তরিকতা থাকলে অনেক ভাল কাজ করা যায়। অসাধ্যকে সাধ্য করা যায়। তার প্রমাণ সিটিটিসির নতুন ভবন। সবার প্রচেষ্ঠা ছিল এ ভবন নির্মাণে। সিটি প্রধান মনিরুল ইসলামের নিরলস প্রচেষ্ঠা ও উদ্যোগের ফলে এ ভবনটি বাস্তবে রূপ নিয়েছে। অত্যন্ত আধুনিক মানসম্মত ও পরিকল্পিত এ ভবনটি।’

তিনি বলেন, ‘ভবনটি নির্মাণে অনেকেই বিভিন্নভাবে সহায়তা করেছেন। জাতির জন্য এ ভবনটি একটি বিনিয়োগ। ভবিষ্যতে এর সুফল জাতি উপভোগ করবে। সন্ত্রাস, জঙ্গিবাদ, সাম্প্রদায়িক কলহ ও সংঘবদ্ধ অপরাধ দমনে আমাদের কাজ করতে হবে।

Print Friendly, PDF & Email

এই ক্যাটাগরীর আরো খবর