পোপের জন্য নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা করা হবে আইজিপি

বাঙালী কণ্ঠ নিউজঃ ক্যাথলিক খ্রিষ্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিসের বাংলাদেশ সফরের সময় নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা করা হবে বলে জানিয়ে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক। তার সফরের সব ভেন্যুতে এ নিরাপত্তা থাকবে বলেও জানান তিনি।

পুলিশ সদর দপ্তরের সম্মেলন কক্ষে বুধবার (২২ নভেম্বর) নিরাপত্তা সভায় এসব কথা বলেন আইজিপি।

শহীদুল হক বলেন, ‘পোপ বিশ্বের অন্যতম একজন সম্মানিত ব্যক্তি। তার সফর এ দেশের জন্য গর্বের, আনন্দের। তার সফরকালে সব ভেন্যু এবং ভিভিআইপিদের যাতায়াতের রাস্তায় পোশাক পরিহিত ও সাদা পোশাকের পুলিশ এবং র‌্যাব মোতায়েন থাকবে। একই সঙ্গে এ সময় নিষিদ্ধ জঙ্গি সংগঠনের কার্যক্রম নিবিড়ভাবে মনিটর করা হবে।’

পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে আইজিপি বলেন, ‘ব্লক রেইডের মাধ্যমে তল্লাশি কার্যক্রম পরিচালনা করতে হবে। এ সময় কোনো গোষ্ঠী যেন অহেতুক গুজব ছড়াতে না পারে সেজন্য সামাজিক যোগাযোগ মাধ্যম মনিটরিংয়ের আওতায় থাকবে।’

আগামী ৩০ নভেম্বর পোপের বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে।

Print Friendly, PDF & Email

এই ক্যাটাগরীর আরো খবর