ঢাকা উত্তরের মেয়র পদে উপনির্বাচন ২৬ ফেব্রুয়ারি

বাঙালী কণ্ঠ নিউজঃ ঢাকা উত্তর সিটির মেয়র পদে উপনির্বাচন এবং দুই (উত্তর-দক্ষিণ) সিটির নতুন ৩৬ ওয়ার্ডের ভোট অনুষ্ঠিত হবে আগামী ২৬ ফেব্রুয়ারি। এই নির্বাচনের তফসিল আগামী ৯ জানুয়ারি ঘোষণা করা হবে।

বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এক বৈঠক শেষে কমিশনের ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দীন আহমদ এই কথা জানান।

২০১৫ সালের ২৮ এপ্রিল ঢাকা উত্তর-দক্ষিণ ও চট্টগ্রাম সিটি করপোরেশনে সর্বাশেষ ভোট হয়। আওয়ামী লীগের সমর্থনে ওই নির্বাচনে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হন আনিসুল হক।

প্রায় দুই বছর ধরে ওই দায়িত্ব পালনের মধ্যেই চলতি বছর জুলাইয়ে যুক্তরাজ্যে গিয়ে হাসপাতালে ভর্তি হন সেরিব্রাল ভাস্কুলাইটিসে আক্রান্ত আনিসুল। চিকিৎসাধীন অবস্থায় ৩০ নভেম্বর তার মৃত্যু হয়।

স্থানীয় সরকার বিভাগ ১ ডিসেম্বর থেকে মেয়র পদটি শূন্য ঘোষণা করায় আইন অনুযায়ী ৯০ দিন, ২৮ ফেব্রুয়ারির মধ্যে এ উপ নির্বাচন করার বাধ্যবাধকতা রয়েছে ইসির। ঢাকার দুই সিটি করপোরেশনের নতুন ৩৬ ওয়ার্ডেও যে একই দিনে ভোট হবে, সেই পরিকল্পনার কথা আগেই জানিয়েছিল নির্বাচন কমিশন।

Print Friendly, PDF & Email

এই ক্যাটাগরীর আরো খবর