দেশের সবচেয়ে বড় লঞ্চ উদ্বোধন করলেন নৌমন্ত্রী

দেশের সবচেয়ে বড় যাত্রীবাহী লঞ্চ ‘পারাবত ১২’-এর উদ্বোধন করেছেন নৌপরিবহণমন্ত্রী শাজাহান খান। বুধবার দুপুরে ঢাকা সদরঘাটে লঞ্চটি উদ্বোধন করেন মন্ত্রী। ঢাকা-বরিশাল রুটে এ লঞ্চ চলাচল করবে।

মেসার্স রাবেয়া শিপিং কোম্পানির বিলাসবহুল এই লঞ্চটির দৈর্ঘ্য ৩১০ ফুট ও প্রস্থ ৫২ ফুট। লঞ্চে ব্যবহার করা হয়েছে জাপানের তৈরি ৫ হাজার অশ্বশক্তির মেরিন প্রপালশন ইঞ্জিন এবং ছয়টি স্ট্যান্ডবাই জেনারেটর।

চারতল বিশিষ্ট এই লঞ্চে থাকছে যাত্রীদের জন্য শীতাতপনিয়ন্ত্রিত কেবিন। ফার্স্ট ক্লাস, বিজনেস ক্লাস, ফাস্ট ফুড ক্যাফে, মেডিসিন কর্নার। এর মধ্যে বিজনেস ক্লাসে পাঁচ তারকা হোটেল মানের সার্ভিস পাওয়া যাবে। এ ছাড়া প্রতিটি কেবিনে থাকছে বিনোদনের জন্য এলইডি টিভি।

নৌযানটিতে দুর্যোগপূর্ণ আবহাওয়া মোকাবিলা ও নিরাপত্তার জন্য রয়েছে একাধিক স্তরের তলদেশ, রাডার, জিপিএস, ইকো সাউন্ডার, যোগাযোগের জন্য ভিএইচএফ রেডিও, অন স্ক্রিন নেভিগেশন ক্যামেরা, ওয়াটার ব্লাস্ট, সিসি টিভি ক্যামেরা।

লঞ্চটিতে ২৮২টি কেবিন রয়েছে। এর মধ্যে ভিআইপি কেবিন সাতটি, ফ্যামিলি কেবিন দুটি, ডাবল কেবিন ৬৬টি, সিঙ্গেল কেবিন ১০৫টি।

লঞ্চটির মালিক শহিদুল ইসলাম ভূঁইয়া জানান, যাত্রীদের জন্য প্রয়োজনীয় সবই রাখা হয়েছে এই লঞ্চে। এটি তৈরিতে ২৫ কোটি টাকার বেশি ব্যয় হয়েছে।

Print Friendly, PDF & Email

এই ক্যাটাগরীর আরো খবর