উপমহাদেশের সবচেয়ে বড় আম গাছ বাংলাদেশে

উপমহাদেশের সবচেয়ে বড় আম গাছ বাংলাদেশে! প্রায় ২০০ বছরের অসংখ্য ইতিহাসের নীরব সাক্ষী হয়ে রয়েছে ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার হরিণমারী গ্রামের তিন বিঘা জমি জুড়ে একটা সূর্যপুরী আম গাছ। ২০ হাত বেড় ও ৫০/৬০ হাত উচ্চতা বিশিষ্ট এই প্রাচীন গাছটির চারদিকে ছড়িয়ে রয়েছে ১৯ টি ডাল। প্রতিটি ডালের দৈর্ঘ্য ৪০/৫০ হাত।
রাজধানী ঢাকা ও দেশের বিভিন্ন স্থান থেকে লোকজন মাইক্রোবাস ভাড়া করে এই গাছ দেখতে আসেন। গাছের মালিক সাইদুর ইসলাম ও নূর ইসলাম জানান, গাছটির বয়স আনুমানিক বয়স ২০০ বছর হবে। প্রতিবছর গাছ থেকে দেড়শ মণ আম সংগ্রহ করেন তারা।

Print Friendly, PDF & Email

এই ক্যাটাগরীর আরো খবর