কিশোরগঞ্জের ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)’র বিরুদ্ধে আদালতে মামলা

বাঙালী কণ্ঠ নিউজঃ গাড়ির মূল্যবান যন্ত্রাংশ লুট করার অভিযোগে কিশোরগঞ্জের ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)’র বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে।

গতকাল রোববার বিকালে ব্যবসায়ী রফিকুল ইসলাম জেলা জেষ্ঠ্য জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো: ইকবাল মাহমুদের আদালতে এ মামলাটি করেন, খবর বার্তা সংস্থা ইউএনবির।

বাদীর অভিযোগ আমলে নিয়ে আদালত পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডিকে ঘটনার তদন্ত করে ৩০ দিনের মধ্যে রিপোর্ট জমা দিতে আদেশ দেয়।

মামলার এজাহারে বলা হয়, গত বছরের ২১ সেপ্টেম্বর ভৈরব থানার সাব-ইন্সপেক্টর (এসআই) জালাল উদ্দিন বিন আমির রফিকুল ইসলামের গাড়ি আটক করে ভারপ্রাপ্ত কর্মকর্তা মোখলেসুর রহমানের আদেশে থানায় নিয়ে যান। ২ অক্টোবর ওসি গাড়ি ফেরত দেয়ার শর্ত হিসেবে ২ লাখ টাকা দাবি করলে রফিকুল ইসলাম তা দিতে অস্বীকার করেন।

গত বৃহস্পতিবার (ফেব্রুয়ারি ১) আদালতের আদেশে গাড়ি ফেরত নিতে আসলে রফিকুল ইসলাম দেখতে পান গাড়ির মূল্যবান যন্ত্রাংশ নেই। তিনি অভিযোগ করেন চাঁদা না দেয়ায় ওসি আর এসআই মিলে তার গাড়ির মূল্যবান যন্ত্রাংশ লুট করেছে।

যোগাযোগ করলে ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোখলেসুর রহমান লুটের বিষয়টি অস্বীকার করেন।

Print Friendly, PDF & Email

এই ক্যাটাগরীর আরো খবর