কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় দুই দিনব্যাপী আন্ত:স্কুল বিতর্ক কর্মশালা শুরু হয়েছে

বাঙালী কণ্ঠ নিউজঃ কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় দুই দিনব্যাপী ইউটি-বিডি এডুকেশন আন্ত:স্কুল বিতর্ক কর্মশালা শুরু হয়েছে।

গতকাল রোববার উপজেলার এগারসিন্দুর ইউনিয়নের আসিয়া বারি আদর্শ বিদ্যালয়ে এই কর্মশালার আয়োজন করে ইউনাইটেড ট্রাস্টের পৃষ্ঠপোষকতায় আসিয়া বারি ডিবেট এন্ড কমিউনিকেশন ক্লাব।

কর্মশালা উদ্বোধন করেন প্রধান অতিথি ইউনাইটেড ট্রাস্ট-এর একাডেমিক এডভাইজার প্রফেসর ফজলে ইলাহী।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম. হুমায়ুন কবীরের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন-হাজী জাফর আলী কলেজের প্রভাষক আতাউর রহমান সোহেল, আসিয়া বারি আদর্শ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম প্রমুখ।

কর্মশালায় প্রশিক্ষক হিসেবে রয়েছেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ডিবেট ক্লাবের সভাপতি শুভদীপ দাস ও সাবেক সভাপতি রাইসা তাবাসসুম।

Print Friendly, PDF & Email

এই ক্যাটাগরীর আরো খবর