যারা ঢাকায় মেসে থাকেন, তারা নিরাপদ!

গত রাতে বাসায় পুলিশ আসছিল। তাদের ঘোরতর সন্দেহ আমরা জঙ্গি বা নেশাখোর। নাহলে ঘর অগোছালো ক্যান? গদির উপরে বুট জুতার পাড়া দিয়ে তারা ফয়েল পেপার খুঁজছিল (আমরা ফ্লোরিং করে থাকি)।

হঠাৎ আমার ভাই অমিতের গিটারের ১ নম্বর তারটা ছিঁড়ে ফেল্লো এক কন্সটেবল। সাথে সাথে অমিতের হুংকার-“তারটা ছিঁড়ে ফেললেন”? পুলিশ ভাই একটু ইতস্তত। যাই হোক, সকলকে সতর্ক করার জন্যে এই লেখা। আপনারা যারা ঢাকায় মেসে থাকেন, তারা নিরাপদে থাকবেন। আমি কোনো দিন নিরাপত্তা তল্লাশির বিপক্ষে নই। তাদের পক্ষে প্রতিটা বাড়িতে জুতা খুলে ঢোকা যেমন ইম্পসিবল, দেশের একজন নাগরিকের সাথে মিনিমাম কারটেসি মেইন্টেন করাও কি ইম্পসিবল?

দ্রুত জঙ্গি-ফঙ্গি সব ধরা পড়ুক। আমরাও দেশের মানুষ হাফ ছেড়ে বাঁচি।

Print Friendly, PDF & Email

এই ক্যাটাগরীর আরো খবর