কিশোরগঞ্জের ভৈরব প্রেসক্লাবে জিল্লুর রহমান স্মরণসভা ও মিলাদ মাহফিল

বাঙালী কণ্ঠ নিউজঃ সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমানের পঞ্চম মৃত্যু বার্ষিকীতে স্মরণসভা ও মিলাদ মাহফিল করেছে কিশোরগঞ্জের ভৈরব প্রেসক্লাব। ক্লাবটির সম্মানসূচক আজীবন সদস্য জিল্লুর রহমানের স্মরণে বৃহস্পতিবার রাতে ক্লাব মিলনায়তনে এ কর্মসূচীর আয়োজন করা হয়। ক্লাবের সভাপতি মোঃ জাকির হোসেন কাজলের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মরহুম জিল্লুর রহমানের দীর্ঘ দিনের একান্ত সহচর, উপজেলা আওয়ামী লীগের সভাপতি, মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ সায়দুল্লাহ মিয়া।

মোঃ সায়দুল্লাহ মিয়া বলেন, জিল্লুর রহমান ধীর স্থির প্রকৃতির অহিংস রাজনীতিবিদ। দেশের রাজনীতির গুণগতমান পরিবর্তনে জিল্লুর রহমানের আদর্শের বিকল্প নেই। কারণ প্রতিহিংসাপরায়ণ রাজনীতি দেশ ও জাতির বৃহৎ কল্যাণ বয়ে আনতে পারে না। এ সময় তিনি জিল্লুর রহমানের আদর্শকে ধারণ করে তাকে বাঁচিয়ে রাখতে নতুন প্রজন্মের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম সেন্টু, প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যাপক শামসুজ্জামান বাচ্চু, সিনিয়র সহ-সভাপতি এসএম বাকী বিল্লাহ, সহ-সভাপতি আব্দুল লতিফ মাস্টার, খাদ্যশষ্য ব্যবসায়ী সমিতির সভাপতি হাজী সিরাজ উদ্দিন, সাবেক পৌর কাউন্সিলর মোঃ এনামূল হক জাহাঙ্গীর, আওয়ামী লীগ নেতা মোঃ খলিলুর রহমান, ভৈরব বই মেলা পরিষদের সাবেক সভাপতি আতিক আহমেদ সৌরভ।

এ ছাড়াও স্মরণসভায় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেনসহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত ভৈরবের সাংবাদিকরা বক্তব্য রাখেন। পরে স্থানীয় এলএসডি জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা আলহাজ্ব হাবিবুর রহমান নিজামীর পরিচালনায় বিশেষ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনাসহ দেশের শান্তি-সমৃদ্ধির জন্য মহান আল্লাহর দরবারে প্রার্থনা করা হয়।

Print Friendly, PDF & Email

এই ক্যাটাগরীর আরো খবর