তাড়াইল উপজেলার বিদ্যুৎ সংযোগ উদ্ভোধন করেন মুজিবুল হক চুন্নু

বাঙালী কণ্ঠ নিউজঃ কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার ৬নং দিগদাইড় ইউনিয়নে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে। জানা যায়, কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির আওতায় নতুন বিদ্যুৎ লাইন স্হাপন শেষে গতকাল ৩০মার্চ শুক্রবার সন্ধা ৫টা ৩০মিনিটে বৈরী আবহাওয়া উপেক্ষা করে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শ্রম ও কর্মসংস্হান মন্ত্রনালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ও (কিশোরগঞ্জ-৩) তাড়াইল-করিমগঞ্জের নির্বাচিত এমপি এবং জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মুজিবুল হক চুন্নু এক অনাড়ম্ভর অনুষ্ঠানের মাধ্যমে সুইচ টিপে বিদ্যুৎ সংযোগ উদ্ভোধন করেন।

এ সময় উপস্হিত ছিলেন, তাড়াইল উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক কামাল উদ্দিন ভূইঁয়া কাঞ্চন, উপজেলা নির্বাহী কর্মকর্তা লুৎফুন নাহার, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আজিজুল হক ভূইঁয়া মোতাহার, উপজেলা জাতীয় পার্টির আহবায়ক মোফাজ্জল হোসেন চাঁন মিয়া, কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জিএম মনির উদ্দিন মজুমদার, তাড়াইল থানার ওসি (তদন্ত) চৌধুরী মিজানুর রহমান, উপজেলা যুব সংহতির সভাপতি শাহ আলম সিদ্দিকী, উপজেলা শ্রমিক পার্টির আহবায়ক মোঃ সেলিম, ৫নং দিগদাইড় ইউপি চেয়ারম্যান গোলাপ হোসেন ভূইঁয়া, ৭নং সদর ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মোঃ আলাল উদ্দিনসহ জাতীয় পার্টি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং ইউনিয়নের সর্বস্তরের জনগন।

ঝড়বৃষ্টি ও বৈরী আবহাওয়া উপেক্ষা করে পূর্ব নির্ধারিত বিদ্যুৎ সংযোগ উদ্ভোধন শেষে দিগদাইড় মডেল উচ্চ বিদ্যালয়ের সামনে এক জনসভায় মন্ত্রী বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড জনসমক্ষে তুলে ধরেন।

Print Friendly, PDF & Email

এই ক্যাটাগরীর আরো খবর