সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ৪৫০ শিক্ষক নিয়োগ

৪৫০ জনকে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে নিয়োগ দিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। ৩৪তম বিসিএসের চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ হয়েও যারা ক্যাডার পাননি তাদের মধ্য থেকে এই নিয়োগ দেয়া হয়েছে।

রোববার এই আদেশ জারি করা হয়েছে বলে পিএসসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

15-August

বিজ্ঞপ্তি থেকে জানা যায়, মেডিকেল বোর্ড কতৃক স্বাস্থ্য পরীক্ষা ও যথাযথ এজেন্সির মাধ্যমে প্রাক-নিয়োগ জীবনবৃত্তান্ত যাচাইয়ের পর তাদের চূড়ান্ত নিয়োগ দেওয়া হবে।

রোববার সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে বাংলায় ১১ জনকে, ইংরেজিতে ৯৮ জনকে, গণিতে ৭৩ জনকে, সামাজিক বিজ্ঞানে ৪৮ জনকে, ভৌত বিজ্ঞানে ৪৯ জনকে, জীববিজ্ঞান ৫০ জনকে, ব্যবসায় শিক্ষায় ৪৮ জনকে, ভূগোলে ২৩ জনকে, ইসলাম শিক্ষায় ২৫ জনকে, কৃষি শিক্ষায় ২৪ জনকে এবং চারুকলায় একজনকে নিয়োগ দেওয়া হয়েছে।

এছাড়া পরিবেশ অধিদপ্তরের জুনিয়র কেমিস্ট পদে দুই জনকে, সহকারী বায়ো-কেমিস্ট পদে একজনকে এবং পরিদর্শক পদে সাতজনকে নিয়োগ দিয়েছে পিএসসি। উল্লেখ্য, ৩৪তম বিসিএসের চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণদের মধ্য থেকে এর আগে গত ১০ আগস্ট ৮৯৮ জনকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদে নিয়োগ দেওয়া হয়।

Print Friendly, PDF & Email

এই ক্যাটাগরীর আরো খবর