পবিত্র শবে বরাত ১লা মে

বাংলাদেশে এবার পবিত্র শবে বরাত পালিত হবে আগামী ১লা মে। আজ মঙ্গলবার শাবান মাসের চাঁদ দেখা যাওয়ায় চাঁদ দেখা জাতীয় কমিটি এ বছর পবিত্র শবে বরাতের তারিখ ঘোষণা দেয়। এ উপলক্ষ্যে ২রা মে সরকারি ছুটি থাকবে। ইসলামিক ফাউন্ডেশনে চাঁদ দেখা কমিটির সভায় সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ড. মোয়াজ্জেম হোসেন। ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল বলেন, বাংলাদেশের আকাশে শাবান মাসের চাঁদ দেখা গেছে। তাই বুধবার থেকে শাবান মাস গণনা শুরু হবে এবং শবে বরাত পালিত হবে ১লা মে দিবাগত রাতে।

‘ভাগ্য রজনী’ হিসেবে পরিচিত শবে বরাতের তাৎপর্যপূর্ণ রাতটি বাংলাদেশসহ বিভিন্ন দেশের ধর্মপ্রাণ মুসলমানগণ ইবাদত বন্দেগীতে কাটিয়ে থাকেন। শবে বরাতের পরদিন বাংলাদেশে নির্বাহী আদেশে সরকারি ছুটি থাকে। ১লা মে আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবসের ছুটি থাকায় টানা দুই দিন (মঙ্গল ও বুধবার) ছুটি থাকবে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে।

Print Friendly, PDF & Email

এই ক্যাটাগরীর আরো খবর