কিশোরগঞ্জে চক্ষু হাসপাতালের এক যুগ পূর্তি অনুষ্ঠান

বাঙালী কণ্ঠ নিউজঃ কিশোরগঞ্জ চক্ষু হাসপাতালের ১২ বছর পূর্তি উদযাপন করা হয়েছে। আজ সোমবার বিকালে কিশোরগঞ্জ সদরে লতিবাবাদ এলাকার চক্ষু হাসপাতাল মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা সিভিল সার্জন ডা. মোঃ হাবিবুর রহমান।

এতে সভাপতিত্ব করেন বেসরকারি সংস্থা নারী উদ্যোগ কেন্দ্র (নউক) এর নির্বাহী পরিচালক মাশহুদা খাতুন শেফালী।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা রাখেন কিশোরগঞ্জ এসভি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শাহনাজ কবীর ও আরজত আতরজান উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারি শিক্ষক মোঃ আব্দুল্লাহ।

এতে অন্যদের মধ্যে কিশোরগঞ্জ চক্ষু হাসপাতালের প্রশাসক মাহ্সূরা খন্দকার, হাসপাতালের চিফ কনসালটেন্ট ডা. বিটু কৃষ্ণ রায়, নারী উদ্যোগ কেন্দ্র (নউক) এর সমন্বয়কারী সাকের আহম্মদ প্রমুখ বক্তৃতা রাখেন।

অনুষ্ঠানে কেক কেটে হাসপাতালের যুগপূর্তি উদযাপন করা ছাড়াও হাসপাতালের সেরা কর্মকর্তা-কর্মচারীদের পুরস্কৃত করা হয়।

২০০৬ সালের ১৪ মে বেসরকারি সংস্থা নারী উদ্যোগ কেন্দ্র (নউক) এর উদ্যোগে কিশোরগঞ্জ চক্ষু হাসপাতাল তার যাত্রা শুরু করে।

Print Friendly, PDF & Email

এই ক্যাটাগরীর আরো খবর