বরিশালে ভোট ছাড়াই কাউন্সিলর নির্বাচিত হচ্ছেন চার প্রার্থী

বাঙালী কন্ঠ নিউজঃ বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন করেছেন ১৭ জন সাধারণ এবং দুজন সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী। ফলে আওয়ামী লীগ মনোনীত তিনজন সাধারণ ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী এবং বিএনপি সমর্থিত একজন সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন।

বিসিসি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. মুজিবুর রহমান জানান, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন সোমবার বিকেল পর্যন্ত ১৭ জন সাধারণ কাউন্সিলর প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন করায় ১৫ নম্বর ওয়ার্ডে লিয়াকত হোসেন লাবলু, ১৬ নম্বর ওয়ার্ডে মোশাররফ আলী খান বাদশা এবং ১৯ নম্বর ওয়ার্ডে গাজী নইমুল হোসেন লিটু বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন।

এ ছাড়া ১০, ১১ ও ১২ নম্বর ওয়ার্ডের সমম্বয়ে গঠিত সংরক্ষিত ৪ নম্বর ওয়ার্ডের তিন প্রার্থীর মধ্যে একজনের প্রার্থিতা বাছাইয়ে বাতিল এবং আরেকজন সোমবার প্রার্থিতা প্রত্যাহারের আবেদন করায় আয়েশা তৌহিদা লুনা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন।

Print Friendly, PDF & Email

এই ক্যাটাগরীর আরো খবর