খালেদা জিয়ার জামিন বাড়ল

বাঙালী কণ্ঠ নিউজঃ জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় দণ্ডপ্রাপ্ত হয়ে কারাগারে থাকা বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে চ্যারিটেবল ট্রাস্ট মামলায় আগামী ২৪ জুলাই পর্যন্ত জামিন বৃদ্ধি করেছেন আদালত।

আজ মঙ্গলবার দুপুরে পুরান ঢাকার বকশিবাজারস্থ অস্থায়ী আদালতে ঢাকার ৫ নম্বর বিশেষ জজ ড. মো. আখতারুজ্জামানের আদালত আসামিপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

এদিন মামলাটি যুক্তিতর্ক উপস্থাপনের জন্য ধার্য ছিল। কিন্তু খালেদা জিয়া অসুস্থ থাকায় তাকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়নি।

বেলা ১১টা ৭ মিনিটের দিকে বিচারক এজলাসে উঠলে মামলার কার্যক্রম শুরু হয়। শুরুতে আইনজীবী সানাউল্লাহ মিয়া খালেদা জিয়ার অসুস্থতার বিষয়টি জানিয়ে জামিন বৃদ্ধির আবেদন করেন।

মামলার আসামি মনিরুল ইসলাম খান আদালতে হাজির ছিলেন। তবে আরেক আসামি জিয়াউল ইসলাম মুন্না আদালতে হাজির হতে না পারায় তারও জামিন বৃদ্ধির আবেদন করেন তার আইনজীবী।

দুদকের পক্ষে মীর আবদুস সালাম একটি সংক্ষিপ্ত ধার্য তারিখ দেওয়ার আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত সময়ের আবেদন মঞ্জুর করে পরবর্তী শুনানির তারিখ ২৪ জুলাই ধার্য করেন।

Print Friendly, PDF & Email

এই ক্যাটাগরীর আরো খবর