‘ঘরে’ ফিরছেন ড. কামাল

বাঙালী কণ্ঠ নিউজঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন ড. কামাল হোসেন। বঙ্গবন্ধু তাকে তার প্রথম মন্ত্রীসভায় আইনমন্ত্রী করেছিলেন। যদিও দৃশ্যপটে পরিবর্তন আসে  ৯১’র নির্বাচনের পর। ওই সময় ড. কামাল হোসেন আওয়ামী লীগ ত্যাগ করেন। গঠন করেন গণফোরাম। বর্তমানে আওয়ামী লীগ সরকারের অন্যতম কঠোর সমালোচকও তিনি।

আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগ বিএনপির বাইরে তৃতীয় শক্তি তথা জাতীয় ঐক্য গঠনের ঘোষণা দিয়েছেন গণফোরাম নেতা ড. কামাল।   জাতীয় ঐক্যের ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে বিএনপিও। তবে ‘জাতীয় ঐক্য প্রক্রিয়া’র সদস্য সচিব আ ব ম মোস্তফা আমিন বলেছেন, বিএনপি চাইলে তাদের সঙ্গে যোগ দিতে পারে। কিন্তু তারা বিএনপির সঙ্গে যাবেন না।

সম্প্রতি বঙ্গভবনের রাষ্ট্রপতির ঈদ শুভেচ্ছা অনুষ্ঠানে গিয়েছিলেন ড. কামাল হোসেন। সরকার বিরোধী তীব্র অবস্থানের পর তার বঙ্গভবনে যাওয়া নিয়ে গুঞ্জন উঠেছে, ‘তিনি কি আওয়ামী লীগে ফিরছেন?’। অবশ্য অনেকে বলছেন, রাষ্ট্রপতি হলেন রাষ্ট্রের অভিভাবক। এ কারণেই বঙ্গভবনে গিয়েছিলেন গণফোরাম নেতা।

তবে এরপর থেকে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছ নতুন গুঞ্জন। কেউ কেউ মনে করছেন ড. কামালকে আওয়ামী লীগের বলয়ে আনার চেষ্টা করছে দলটির নীতি নির্ধারকরা।

সূত্র জানায়, ঈদের দিন বঙ্গভবনে তাকে সাদরে শুভেচ্ছা জানান রাষ্ট্রপতি আবদুল হামিদ। রাষ্ট্রপতি তাকে দেখে উচ্ছ্বাস প্রকাশ করেন। বলেন, ‘আর কত রাগ করে থাকবেন? নিজ ঘরে (আওয়ামী লীগে) ফিরে আসেন।’

এ সময় কিছুটা বিব্রত ড. কামাল বলেন, ‘আমি বঙ্গবন্ধুর আদর্শ নিয়েই আছি।’ জবাবে রাষ্ট্রপতি বলেন, ‘বঙ্গবন্ধুর ঠিকানা হলো আওয়ামী লীগ। আওয়ামী লীগকে গালি দিয়ে কি বঙ্গবন্ধুর আদর্শ হয় কামাল ভাই’।  এ সময় ড. কামাল ‘পরে কথা বলবো’ বলে জানান।

Print Friendly, PDF & Email

এই ক্যাটাগরীর আরো খবর