জাতি গঠনে সাংস্কৃতিক কর্মীদের অসাধারণ অবদানের রাষ্ট্রপতির

বাঙালী কণ্ঠ নিউজঃ রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ দেশের সব অর্জনের জন্য শিল্পী ও সাংস্কৃতিক কর্মীদের অসাধারণ অবদানের প্রশংসা করেছেন। তিনি আজ শনিবার রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে (বিএসএ) মাসব্যাপী এশীয় চারুকলা প্রদর্শনীর উদ্বোধনকালে এই কথা বলেন।
রাষ্ট্রপতি বলেন, আমাদের জাতি গঠনে শিল্প ও সংস্কৃতিরও ব্যাপক অবদান রয়েছে। যেকোনো সংকটময় মুহূর্তে অথবা অন্য যেকোনো আপদকালীন সময়ে সাংস্কৃতিক কর্মীরা সবসময় সাহসী ভূমিকা পালন করেন।
হাজার বছরের সাংস্কৃতিক ঐতিহ্যের কথা উল্লেখ করে রাষ্ট্রপতি হামিদ বলেন, প্রত্যেকটি গণতান্ত্রিক আন্দোলনে তারা (সংস্কৃতি কর্মিরা) গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন ও ভাষা আন্দোলন এবং মহান মুক্তিযুদ্ধে তাদের ভূমিকা ছিল প্রশংসনীয়।
তিনি শৃঙ্খলা, জাতীয়তাবাদ, দেশপ্রেমের চেতনা উদ্দীপ্ত করা এবং দেশের কিশোর-তরুণদের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতির বিকাশে বিভিন্ন সাংস্কৃতিক কর্মকান্ডের উপর গুরুত্বারোপ করেন।
Print Friendly, PDF & Email

এই ক্যাটাগরীর আরো খবর