পাথরঘাটায় কচ্ছপ ও গুইসাপের ১১৮ টি ডিম অবমুক্ত

বাঙালী কণ্ঠ নিউজঃ বরগুনার পাথরঘাটা উপজেলার হরিণঘাটা সংরক্ষিত বনে কচ্ছপ ও গুইসাপের ১১৮ টি ডিম অবমুক্ত করা হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১২টার দিকে ওই বনের উপযোগি এলাকায় মাটি ও বালুতে গর্ত করে এ ডিম অবমুক্ত করা হয়।

এর আগে গত ২৬ আগষ্ট হরিণঘাটা সংরক্ষিত বন থেকে কচ্ছপ ও গুইসাপের ওই ১১৮ টি ডিমসহ মংজুই নামের এক রাখাইনকে আটক করে স্থানীয় হরিণঘাটা বনবিভাগ। পরে পাথরঘাটা জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতের নির্দেশনা নিয়ে গতকাল মঙ্গলবার ওই ডিম অবমুক্ত করা হয়।

এ ব্যপারে বনবিভাগের হরিণঘাটা বন কর্মকর্তা পলাশ চক্রবর্তী বলেন, আটক মংজুইকে বন্যপ্রানী আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। আর জব্দ করা ১১৮টি কচ্ছপ ও গুইসাপের ডিম আদালতের অনুমতি নিয়ে বনের উপযোগি এলাকায় মাটি ও বালুতে গর্ত করে এ ডিম অবমুক্ত করা হয়।

Print Friendly, PDF & Email

এই ক্যাটাগরীর আরো খবর