পাট কাটার সময় বজ্রপাত, প্রাণ গেল একই গ্রামের ৪ কৃষকের

বাঙালী কণ্ঠ নিউজঃ মাগুরায় সদর উপজেলার আঠারখাদা রুপদাহ বিলে বজ্রপাতে একসঙ্গে দিনমজুর চার কৃষক মারা গেছেন। জেলা ফায়ার সার্ভিস এবং সদর থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশগুলো উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এলাকাবাসী জানায়, মঙ্গলবার বিকাল ৩টার দিকে তারা পার্শ্ববর্তী কান্দা বাঁশকোটা গ্রামের মকবুল হোসেনের জমিতে দিনমজুর হিসেবে পাট কাটছিলেন। এ সময় বজ্রপাতে তারা মারা যান।

নিহতরা হলেন-আঠারখাদা গ্রামের পানজু মোল্যার ছেলে রহমত মোল্যা (৬০), হোসেন মোল্যার ছেলে সামিন মোল্যা (৫৫), ইদ্রিস মোল্যার ছেলে মননু মোল্যা (২৮) এবং আবদুল জলিল মোল্যার ছেলে আকরাম হোসেন (৫৫)।

মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম জানান, দুপুর ১টার দিকে বৃষ্টি শুরু হয়। কিন্তু স্থানীয় কৃষকরা ওই বৃষ্টির মধ্যেই বিলের পানিতে দাঁড়িয়ে পাট কাটছিলেন। ৩টার দিকে বজ্রপাত হলে ওই ক্ষেতের চারজনই মারা যান।

এদিকে মাগুরা জেলা প্রশাসক মুহম্মদ আতিকুর রহমান ঘটনাস্থল গিয়ে নিহত কৃষক পরিবারের খোঁজ-খবর নেন এবং শোকসন্তপ্ত কৃষক পরিবারের প্রতি সমবেদনা জানান।

এসময় সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে লাশ দাফনের জন্যে প্রত্যেক পরিবারকে ১০ হাজার টাকা দেন জেলা প্রশাসক।

Print Friendly, PDF & Email

এই ক্যাটাগরীর আরো খবর