???? ???? ??????????? ??????? ????

ভেঙে গেলো ড্রিমলাইনারের দরজা

বাঙালী কণ্ঠ নিউজঃ সদ্য যুক্ত হওয়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সর্বাধুনিক বিমান বোয়িং-৭৮৭ আকাশবীণার জরুরি দরজার একটি বিশেষ অংশ (র‌্যাফট) ভেঙে পড়েছে। মঙ্গলবার সকালে সিঙ্গাপুরের উদ্দেশে ফ্লাইটের আগে এই ঘটনা ঘটে। বিমান বাংলাদেশের একটি সূত্র এ তথ্য জানিয়েছে।

অত্যাধুনিক বিমানটি ১৯ আগস্ট দেশে আনার পর  গত ৫ সেপ্টেম্বর উদ্বোধন করা হয়। যে বিমানের নাম দেয়া হয় আকাশবীনা।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের তথ্য মতে, এটিই সর্বাধুনিক প্রযুক্তি সংবলিত বিমান। টানা ১৬ ঘণ্টা উড়তে সক্ষম এই ড্রিমলাইনার চালাতে অন্যান্য বিমানের তুলনায় ২০ শতাংশ কম জ্বালানি লাগে। এটি ঘণ্টায় ৬৫০ মাইল বেগে উড়তে সক্ষম।

উদ্বোধনের এক সপ্তাহের মাথায় এ ঘটনা ঘটলো। জানা গেছে, এক প্রকৌশলীর অদক্ষতার কারছে বিমানের জরুরি দরজা ভেঙে গেছে। ঘটনা তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে।

Print Friendly, PDF & Email

এই ক্যাটাগরীর আরো খবর