পানির জন্য ইবিতে বিক্ষোভ করেছে

বাঙালী কণ্ঠ নিউজঃ পানির সংকট সমাধানের দাবীতে রাতে হলের বাহিরে বিক্ষোভ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের দেশরত্ন শেখ হাসিনা হলের ছাত্রীরা। মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে হল গেটে সামনে বিক্ষোভ করে তারা। পরে হল প্রভোস্ট প্রফেসর ড. মিজানুর রহমান ঘটনাস্থলে উপস্থিত হয়ে পানির স্থায়ী সমাধানের আশ্বাস দিলে তারা হলে ফিরে যায়।

হল সূত্রে জানা যায়, দীর্ঘ ২ মাস ধরে হলে চলছে পানি সংকট। বিষয়টি হল কতৃপক্ষকে জানালেও তারা কোন সমাধান করছে না। বর্তমানে পানির সংকট আরো তীব্র হয়েছে। দিনে দুই ঘন্টা পানি থাকে। যা দিয়ে ছাত্রীদের দৈনন্দিন কাজ শেষ হয় না। ছাত্রীরা জানায়, আমরা পানির সংকটের স্থায়ী সমাধন চাই। সম্পূর্ণ হলে পানির সমস্যা না থাকলেও পুরাতন ব্লকে রয়েছে তীব্র পানি সংকট। নতুন ব্লকে পানির সংকট নেই।

পরে ঘটনাস্থলে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর সহযোগী অধ্যাপক নাসিমুজ্জামান গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে রাত ১২টার দিকে হল প্রভোস্ট অধ্যাপক ড. মিজানুর রহমানের আশ্বাসে পরিস্থিতি স্বাভাবিক হয়।

ছাত্রীদের দাবি, দীর্ঘ ৪ দিন ধরে হলের উত্তর ব্লকে তীব্র পানি সংকট দেখা দিয়েছে। বিষয়টি একাধিক বার হল প্রশাসনকে জানানোর পরও কোন সমাধান হয়নি। ফলে হলের বাথরুম, গোসলসহ সংশ্লিষ্ট যাবতীয় কাজ করতে গিয়ে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে তাদের।

পানির সংকটের কারণে সময়মত আমরা প্রয়োজন মেটাতে পারছি না। হল প্রশাসন বিষয়টি নিয়ে কোন পদক্ষেপ না নেওয়ায় বাধ্য হয়ে বের হয়েছি।

এ বিষয়ে দেশরত্ন শেখ হাসিনা হলের প্রভোস্ট অধ্যাপক ড. মিজানুর রহমান জানান, সকাল থেকে কাজ শুরু হবে। আশা করছি, ১দিনের মধ্যেই সমস্যা সমাধান হয়ে যাবে।

Print Friendly, PDF & Email

এই ক্যাটাগরীর আরো খবর