এমবাপের ৩ ম্যাচ নিষেধাজ্ঞার বিপক্ষে আপিল খারিজ

বাঙালী কণ্ঠ নিউজঃ কিলিয়ান এমবাপের ৩ ম্যাচ নিষেধাজ্ঞার বিপক্ষে প্যারিস সেইন্ট জার্মেইর (পিএসজি) করা আপিল খারিজ করে দিয়েছে ফ্রেঞ্চ ফুটবল ফেডারেশন (এফএফএফ)। চলতি মাসের শুরুতে নাইমসের বিপক্ষে প্যারিস সেইন্ট-জার্মেইর ৪-২ গোলের জয়ের ম্যাচে এমবাপে লাল কার্ড পেয়েছিলেন।

অতিরিক্ত সময়ে নাইমসের মিডফিল্ডার টেজি সাভানিয়েরের সাথে বিতর্কে জড়িয়ে এমবাপে লাল কার্ড পান। ঘটনাটিতে তেজিকেও লাল কার্ড দেখানে হয়। পরে ফ্রেঞ্চ পেশাদার ফুটবল লিগের ডিসিপ্লিনারি কমিটি এমবাপেকে ৩ ম্যাচ ও তেজিকে ৫ ম্যাচ নিষিদ্ধ করে। এর পর উভয় ক্লাবের পক্ষ থেকে আপিল করা হলেও এফএফএফ আপিল কমিশন দুটো আবেদনই খারিজ করে দিয়েছে।

এ নিষেধাজ্ঞার কারণে এমবাপে ইতোমধ্যেই সেইন্ট-এতিনে ও রেনেসের বিপক্ষে ম্যাচ দুটি খেলতে পারেননি। ১৯ বছর বয়সী এ তরুণ স্ট্রাইকার বুধবার পিএসজির ঘরের মাঠে রেইমসের বিপক্ষে ম্যাচেও দর্শক হিসেবেই থাকবেন। এবারের মৌসুমে এ পর্যন্ত লিগ ওয়ানে ৪টি গোল করেছেন। শনিবার নাইসের বিপক্ষে তার ম্যাচে ফেরার কথা রয়েছে।

Print Friendly, PDF & Email

এই ক্যাটাগরীর আরো খবর