ডেপুটি গভর্নর নিয়োগ ১১ প্রার্থী মৌখিক পরীক্ষা দিলেন

বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর পদে মৌখিক পরীক্ষা দিয়েছেন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের ১১ জন প্রার্থী। গতকাল বুধবার বাংলাদেশ ব্যাংকের সভাকক্ষে ডেপুটি গভর্নর নিয়োগের জন্য গঠিত সার্চ কমিটি এ সাক্ষাৎকার গ্রহণ করেন। আজ বৃহস্পতিবার আরো ৯ পার্থীর মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, ডেপুটি গভর্নর পদে মৌখিক পরীক্ষা অংশ নেয়া প্রার্থীদের বেশির ভাগই বাংলাদেশ ব্যাংকের বর্তমান ও সাবেক নির্বাহী পরিচালক। পাশাপাশি রয়েছেন বিভিন্ন সরকারি- বেসরকারি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও উপ-ব্যবস্থাপনা পরিচালক। এ ছাড়া সাবেক ব্যাংকার এবং অর্থনীতিবিদও আছেন বলে জানা গেছে। বুধবার যারা মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করেন তারা হলেন, বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক আহসান উল্ল্যাহ, মাহফুজুর রহমান, আবদুল হক, কাজী নাসির আহমেদ এবং বর্তমানে দায়িত্বরত নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন এস এম মনিরুজ্জামান, নওশাদ আলী চৌধুরী, আব্দুর রহিম, নির্মল চন্দ্র ভক্ত, বিষ্ণুপদ সাহা। এছাড়া রূপালী ব্যাংকের ডিএমডি খলিলুর রহমান, হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ওমর ফারুক।

Print Friendly, PDF & Email

এই ক্যাটাগরীর আরো খবর