১ নভেম্বর রাষ্ট্রপতির সঙ্গে ইসির সাক্ষাৎ

বাঙালী কণ্ঠ নিউজ একাদশ সংসদ নির্বাচনের তফসিলের আগে আগামী ১ নভেম্বর রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের সময় পেয়েছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার (২১ অক্টোবর) রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন এ তথ্য জানান।

তিনি বলেন, ‘সিইসি ও নির্বাচন কমিশনারদের সঙ্গে মহামান্য রাষ্ট্রপতির সময়সূচি ১ নভেম্বর বিকাল ৪ টায় রয়েছে।’

৩০ অক্টোবর থেকে সংসদ নির্বাচনের ক্ষণ গণনা শুরু হওয়ায় চলতি মাসের শেষ সপ্তাহেই রাষ্ট্রপতির সঙ্গে এ আনুষ্ঠানিকতা শেষ করতে চায় সাংবিধানিক সংস্থাটি। এজন্যে সাক্ষাতের সময় চেয়ে চিঠিও দেয় ইসি।

রোববার (২১ অক্টোবর) ইসি সচিব জানিয়েছেন, রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সাক্ষাতের পর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। তিনি বলেন, প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ চেয়ে চিঠি দেওয়া হয়েছে। মহামান্যের অনুমতি নিয়ে তফসিল ঘোষণা করবো। এর পর আরেকটি সভা হবে। সেই সভায় তফসিল নিয়ে আলোচনা হবে।

সংবিধান অনুসারে ২৮ জানুয়ারি মধ্যে একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের বাধ্যবাধকতা রয়েছে।

জানা গেছে, সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে সার্বিক প্রস্তুতি রাষ্ট্রপতিকে অবহিত করেন নির্বাচন কমিশন। এ সময় পাঁচ নির্বাচন কমিশনার উপস্থিত থাকেন।

দশম জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার ৬ দিন আগে ২০১৩ সালের ১৯ নভেম্বর রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাত করেছিলো কাজী রকিব কমিশন।

Print Friendly, PDF & Email

এই ক্যাটাগরীর আরো খবর